ছত্রভঙ্গ

নিজেকে নিজেকে ছত্রভঙ্গ করে দিতে চাই-

টুকরো টুকরো করে, অথবা মাংস পিণ্ড আকারে।

তবুও শেষ হোক! নিজেকে পরাজিত করে নয়-

নিজেকে হিংসুকের গ্রাস করে!

ওরা ভাল থাকুক! বেঁচে থাকুক।

আমার পোড়া মাংসে যদি ওদের পেট ভরে; ভরুক।

আমি হয়ত বেঁচে থাকবো, অশ্বত্থের ছায়া হয়ে-

অথবা কোন জনমদুখীর দুহাতের মায়া হয়ে।

আমার অস্তিত্ব মিশে থাক-

বাতাসে ওড়া শিমুল তুলার আঁশের সাথে

কিংবা থমকে থাকা দুপুরের নিঃসঙ্গ পাখির ডাকে।

দল বেধে চলা রাজহাঁসের পালকের কোমলতায়-

আর ঘাসফড়িঙের ফিকে সবুজ রঙের চঞ্চলতায়।

কোনদিন হয়ত আসব ফিরে-

কৃষকের হাতের আড়ালের ছায়ায়

অথবা কোন প্রোষিতভর্তৃকার প্রতীক্ষার দীর্ঘশ্বাসে

কিংবা নীড়ে হা-করে থাকা শাবকের ক্ষুধায়!

আমার নিন্দুকেরা শান্তিতে থাকুক-

দীর্ঘকাল! দ্বিধাহীন চিত্তে-

ঝড়ো হাওয়ার মত চলুক তাদের নিন্দার গুঞ্জন।

আমি ছত্রভঙ্গ হয়ে ফিরে আসবো।

আমি মিশে থাকবো তোমার গালের উপরে

ক্ষণকাল বয়ে চলা 

রজত ধারার উপর গোধূলীর আলোর প্রতিফলনে.

Author's Notes/Comments: 

23th september 2015

View shawon1982's Full Portfolio