খেলাঘর

নিরবতা ভেঙ্গে চুরমার কাঁচের মত,

খেলাঘরে মানুষ আর পশু অপেক্ষায়।

জোনাকীর আলো ব্যবচ্ছেদ হবে-

সপ্তবর্ণিলা কৃষ্ণগহ্বর খুঁজে নেবে

সাগরে উঠবে ধূলিঝড়

আকাশে রক্তের হোলিখেলা

পাতালে অবাক বিস্ময়!

খেলাঘর কাঁপে বজ্রনিনাদে

কিংবদন্তীর রণক্ষেত্রে জাতিস্বরের হুঙ্কার।

তেজ কটালে খেলাঘর সয়লাব-

ছিন্ন বিচ্ছিন্ন!

ঝরাপাতার মত কিছু স্মৃতি ঝরে পড়ে

ইতিহাসের ফাঁটল থেকে।

শেষ হয় জোনাকীর আলোর ব্যবচ্ছেদ।

মহাকালের স্রোতে ভেসে গেল বাকীরা-

থেকে যায় দুজন শুধু!

খোলা দরজার সামনে আর মেঝেতে বসে তারা-

একজন চোর অন্যজন সাধু।

Author's Notes/Comments: 

15th September 2015

View shawon1982's Full Portfolio