ভাঙন

 

নদীর পাড়ে ছিল আমাদের বাড়ী।

বাবার কথা মনে নেই কিন্তু মাকে মনে পড়ে।

মা বলেছিল, তার কবরের পাশে সজনে গাছ লাগিয়ে দিতে।

গাছের ঝরা পাতা, মায়ের নিঃসঙ্গতা-

দূর করতে পেরেছিল কিনা জানি না।

আমি কথা রেখেছি।

লাগিয়ে দিয়েছিলাম সজনে গাছ,

আর একটা কৃষ্ণচূড়া!

গাছের শাখায় আগুনরাঙ্গা ফুল দেখে

চিনে নিতাম মায়ের কবর।

দূরত্ব বেড়ে চলে ক্রমাগত-

নাগরিক যান্ত্রিকতার খোলসে আমি,

আবেগহীন কীট-পতঙ্গে পরিণত হই।

বহু বছর পর-

বাড়ীর পাশের সেই নদীর পাড়ে লাগিয়ে দিলাম

নতুন কিছু সজনে গাছ।

এখন পাতাগুলো ঝরে পড়ে পানিতে;

ভেসে যায় আর না ফেরার জন্যই।

চূড়ান্ত সমাপ্তি ঘটে-

হয়ত আমারই।

Author's Notes/Comments: 

13th september 2015

View shawon1982's Full Portfolio