ধৃষ্টতা

আজ না হয় ছন্দ ছাড়াই কিছু লিখি

নাই বা থাকলো নতুন শব্দ অথবা উপমা।

থাকুক কিছু ভুলে যাওয়া পুরনো সুর!

মন চায় দখিনের জানলা খুলে একটু বসি

পাথর চাপা দেয়া বুকটা-

বাতাসের জন্য হাহাকার করে।

সবকিছু স্থবির;

আমি গতিশীল হবার ধৃষ্টতা দেখাই।

মহাকালের দেয়ালে লেগে থাকা ঝুলকালি

হাতে মেখে হাত করি কলঙ্কিত!

প্রতিবাদী শিশুর কন্ঠরোধ করে দিয়ে-

আমি হই শ্বাশত সুন্দরের প্রতিনিধি!

কি ভয়ঙ্কর কুৎসিত অবক্ষয়-

আমি আবির্ভুত হই কিংবদন্তী হয়ে!

আমার আকাশ অস্তমিত হয় আলোর আড়ালে।

ছন্দহীন ভাবে রোপণ করে চলি-

লৌকিকতার অসভ্য জারজ ভ্রুণ।

Author's Notes/Comments: 

13th september 2015

View shawon1982's Full Portfolio