অন্যপূর্বা

এখনও মনে রেখেছো আমাকে?

জানিনা কিভাবে চিনতে পারলে আমাকে-

এতদিন পরে!

লুকিয়ে ছিলাম মিথ্যে ছদ্মবেশের আড়ালে।

দ্বিখন্ডিত ছিলাম আমি!

আমার এক অংশ যখন

রূঢ় বাস্তবতার অসমতায় বন্দী ছিল,

তখন তুমি চিনেছিলে তাকে!

কিন্তু আমার যে অংশ প্রতিনিয়ত পেতে চাইত

তোমার নাগাল;

তুমি দেখতে পাওনি তাকে।

চলে গেলে না বলে-

রেখে যাওনি কোন ঠিকানা।

তারপরেও আমি খুঁজেছি তোমায়-

অলস দুপুরে পীচঢালা পথে

ঝড়ো বাতাসে গাছের মর্মরে

কখনও গ্রহন পরের সূর্যের আলোয়

আবার কখনও জ্যোৎস্নার প্লাবনে

খরস্রোতা নদীর তীরে

কালবৈশাখীর উন্মত্ততায়

আবার কখনও মধ্যরাতের অসহ্য নিরবতায়!

বাস্তবে পাইনি কিন্তু অবশেষে পেলাম যখন

আমার গড়া সেই ছদ্মবেশের আড়ালে-

ঠিক তখনি তুমি এলে আমার বাস্তব অংশের কাছে,

আমার সেই খন্ডিতাংশের অন্যপূর্বা হয়ে! 

Author's Notes/Comments: 

7th September 2015

View shawon1982's Full Portfolio