স্বেদবিন্দু

মধ্যাহ্নের আঁচল যখন পরশ বুলিয়ে দেয় গালে-

আমি তার ভালবাসায় সিক্ত হই!

দুচার ফোঁটা স্বেদবিন্দু তখন ঝরে পড়ে-

পৃথিবীর টানে!

মাটির লবণাক্ততা বাড়াতে নয়-

বরং নিদারুণ এক দুরন্ত বাস্ততার

অভেদ্য ইতিহাসের আড়ালে!

আমি আড়াল খুঁজি।

আমি যে এ স্নেহের যোগ্য উত্তরসূরী নই।

মেঠোপথে যেতে যেতে আমি সন্ধান করি

সেই শতবর্ষের পুরোনো বটগাছের।

গাছের নিচে দাঁড়িয়ে থাকি, অল্পসময়!

মৃদু বাতাসের ঝাপ্টা এসে লাগে সেই সিক্ত গালে!

আমি কপালে হাত দেই-

চিরচেনা দুফোঁটা স্বেদবিন্দুর সন্ধানে।  

Author's Notes/Comments: 

16th August 2015

View shawon1982's Full Portfolio