বন্ধ দুয়ার (With Muhit Hassan Akanda)

কি যে চলছে এই আগোছালো জীবনে

মন খারাপে খুঁজে পাচ্ছি শান্তি আজ এই জীবনে

যা পাওয়া যাবে না তার পেছনে ছুটছে এই হৃদয়

যা পাওয়া সম্ভব তার পেছনে নয়

নাহ! হতে দেয়া যবে না এমন

হবে কিছু একটা করতেই এখন

জীবন যুদ্ধে হেরেছি কম

মনের যুদ্ধেও হবে না এর ব্যতিক্রম

করতেই হবে অনেক কিছু

মনের বেড়াজালে পড়ে

এখনই হটতে চাই না পিছু!

শুধু দরকার তোমার একটু সান্ত্বনা

দূর করে দিতে পারে যা ক্লান্তিকর যাতনা!

দিগন্ত ছোঁয়া রাজপথে আমি নেমেছি একা

কেই নেই সাথে- পাই নি কারো দেখা

পথের সামনে যখন দেখি মরীচিকা

দীর্ঘশ্বাস ফেলি- মনে মনে বলি, হয়ত

আর একটু সামনে গেলেই পাব অদৃষ্টের দেখা।

আমার এই অসম যুদ্ধে নিরন্তন খুঁজে চলি হাতিয়ার

হয়ত এখনো সময় হয় নি

জীবনকে একটু ঘুছিয়ে নেবার।

আমি আবার এগিয়ে চলি-

প্রলাপের মত করে নিজেকে নিজেই বলি-

এইতো হয়তো আর বেশী নেই বাকী

হয়ে যাবেই সেই প্রতীক্ষিত ভোর।

তুমি কি থাকবে আমার অপেক্ষায়?

যদি সাড়া পাও তবে-

খুলে দিও বন্ধ সব কপাট দোর। 

Author's Notes/Comments: 

25th February 2015 (1st 11 line is Written by Muhit) 

View shawon1982's Full Portfolio