চির অচেনা

 

সেই তো চির অচেনা হয়েই রইলাম

কত কিছু হয়ে গেলো, কত পরিবর্তন

কত উত্থান পতন, কত সংস্করণ!

নিজেকে আবিস্কার করে পারলাম না

নিজের কাছে এখনো চির অচেনাই হয়ে রইলাম!

কত সময় পার হয়ে গেলো

কত কিছু এলো, গেলো-

চোখের সামনে ঘটে গেল কর রঙের মেলা

মানুষ বদলে গেলো-

আকাশ ধূসর হয়ে গেলো

ভেবেছিলাম আমি নিজেকে চিনতে পারবো!

কত বছর গড়িয়ে গেলো

দেখলাম কত নিরুত্তাপ আর উষ্ণতার দ্বন্দ্ব

আমি এর মাঝ থেকে হারিয়ে গেলাম।

আয়নায় নিজেকে দেখতে গিয়ে বুঝলাম

এখনো আমি সেই চির অচেনা হয়েই রইলাম।

নাগরিক যান্ত্রিকতার আড়ালে

ইট কাঠের দূর্গ তুলে

নিজের প্রতিরোধের দেয়ার গড়ে নিলাম!

আমি এখন আর পূর্ণিমা দেখি না-

গ্রহন আর অমাবশ্যার পার্থক্য বুঝি না

পানির ফোঁড়ায় সূর্যের আলোর চমক

আমার মনে আর কোন দাগ কাটে না।

কল্পনার জগৎকে ছাপিয়ে

অতি বাস্তবিকতার মুখোমুখি দাঁড়িয়ে

গোধূলি লগ্নে পাখির কলকাকলি করে নীড়ে ফেরা

কোন কিছুই এখন আমার সামনে ভাসে না।

ভেবেছিলাম আমি হয়ত নিজেকে চিনে নেব। 

কিন্তু তবুও আমি চির অচেনাই হয়ে রইলাম। 

Author's Notes/Comments: 

5th January 2015

View shawon1982's Full Portfolio