ক্রমশঃ


কুয়াশা ঘেরা সকালে এক ফালি রোদ্দুর

মনে হয় প্রকৃতির একরোখা নিঃস্বার্থ করুণা

টেবিলের কোনায় চুপচাপ বসে আছি

হাতের সামনে ধুমায়িত কফির মগ

শিশির বিন্ধুতে যে প্রবাহমান মুগ্ধতা আছে

ধোয়া ওঠা কফির কাপে তা কোথায়?

আমি ব্যর্থ হব যেনেও মিল খুঁজে যাই

বিপরীত এ দুয়ের মাঝে

প্রতিপলে সন্দেহ বাতিকগ্রস্ত হয়ে ভীত হই

এ দুয়ের মাঝে উষ্ণতার কি দারুণ পার্থক্য!

কফির কাপ ক্রমশঃ ঠান্ডা হয়ে আসে-

কুয়াশার সাথে এনে দিয়ে চায় সাদৃশ্য

গরম বাষ্প বিলীন হয় শীতলতার মাঝে-

যে শীতলতায় হৃদয়ের আকুতি নেই

যৌনতার হাহাকার নেই

নেই কামনার আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়া

আমি কফির কাপে শেষ চুমুক দেই

শেষবিন্দু উপভোগ করতে গিয়ে জিহ্বা বাড়িয়ে দেই-

কিন্তু শেষবিন্দুটি কাপের উত্তাপে অদৃশ্য হয়

আমি অপলক তাকিয়ে রই -

কফির কাপ ক্রমশঃ ঠান্ডা হয়ে আসে

 

 

 

Author's Notes/Comments: 

3rd January 2015

View shawon1982's Full Portfolio