নীল ফানুশ

 

তোমার হৃদয়ের আকাশে আমি উড়িয়েছি

ভালবাসার তৃষ্ণা নিয়ে কিম্ভুত এক নীল ফানুশ!

মৃগনাভীর সৌরভে আমি খোদাই করে দিয়েছি তোমার নাম

শিশির বিন্দুতে নিজেকে বিভক্ত করে

রক্তের ধারায় ঝরেছি তোমার ভালবাসায়- আমি এক মানুষ!

সমুদ্র সৈকতে তোমার জন্য খুঁজেছি নীল মুক্তো

ঝিনুকের ধারালো প্রান্তে বিদ্ধ করেছি নগ্ন পদযুগল-

লবণাক্ত বালুর প্রান্ত লাল করেছি-

শুধু বলতে চেয়েছিলাম, ভালোবাসি তোমায়!

তুমি শুনতে চাওনি, তুমি দেখতে পাওনি-

বিবর্ণ ধূসর গোধূলীলগ্নে তাকালে দেখতে পেতে

তোমার ঠিকানা লিখে উড়িয়েছি নীল ফানুশ।

ছাই হয়ে উড়েছি কত তোমার মনের আকাশে

শত সহস্র টুকরো হয়ে মিশে গিয়েছি দমকা বাতাসে।

তোমার নামের পতাকা উড়িয়েছি মাউন্ট এভারেস্ট এর চূড়ায়

তোমার অবজ্ঞায় শত ছিন্ন হয়ে ঝরে পড়েছি এই বসুন্ধরায়!

খরস্রোতা নদীতে নির্ভীক হয়ে ভাসিয়ে দিয়েছিলাম ভেলা

বুমেরাং হয়ে ফিরে এসেছে,

বুঝেছি এখনও শেষ হয়নি তোমার খেলা!

অসম ভালবাসা নিয়ে জ্বলে জ্বলে ক্ষয় হয়ে যাচ্ছে একজন মানুষ- 

তোমার আকাশে নিভু নিভু হয়ে এখনও উড়ছে সেই নীল ফানুশ।

Author's Notes/Comments: 

2nd January 2015

View shawon1982's Full Portfolio