নিরপেক্ষ থাকা কি অসম্ভব?

 প্রকৃতি কি নিরপেক্ষ নয়?

 

চাঁদ কি শুধু ধনীর ঘরে জ্যোৎস্না বিলিয়ে তুষ্ট হয়?

 

সূর্যের আলো কি সবাইকে করে না স্পর্শ?

 

পাখী কি শুধু মানুষ বেছে বেছে শোনায় গান নিজস্ব?


 

পৃথিবী মাতা কি ধনী গরীব সকলকে দেয় না ঠাই?

 

বৃষ্টি কি দলাদলি বুঝে? তার স্পর্শে কি হয় না সিক্ত সবাই?

 

বাতাস কি কোনও পক্ষের? আগুন কি জাত চেনে?

 

ফুল কি সুরভি ছড়ায় নিয়ম মেনে?

 

 

তবে কেন এত পক্ষপাতিত্ব সবখানে?

 

 রইল এ প্রশ্ন মোর সবার সনে।

 

View kingofwords's Full Portfolio