যায় দিন কেটে

যায় কেটে দিন,


কখনও বিস্ময়ে ঠাসা,


কখনও সমুদ্রের পানির মত কড়া,


কখনও বৈচিত্র্যহীন।


 

কখনও দুএক লাইন লিখি,


কখনও আনমনে জানালার পাশে বসি,


সবুজে ও নীলে হারাই,


প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য দেখি।


 

মন অতীতের দরজায় কড়া নাড়ে কদাচিৎ,


ধ্যানমগ্ন সাধুর মত ভাবে কি ছিল উচিত, কি অনুচিত!

View kingofwords's Full Portfolio
tags: