পুরনো আকাশ খুঁজে বেড়াই

আমি আজও খুঁজে ফিরি,


সেই পুরনো আকাশ,


যে আকাশের নিচে,


ছিল মোদের স্বপ্নের বাড়ি।

 


একই আকাশ তবু লাগে অচেনা,


কারণ একটাই, তুমি পাশে নাই,


জীবন যেন মরুদ্যান এক,


শুন্যের স্বর্গ, শুন্যের সীমানা।


 

আসবে কি কভু ফিরে সেই আকাশ কমাতে দূরত্ব?


কমবে কি কষ্ট?

View kingofwords's Full Portfolio