তোমায় দিলাম ছুঁয়ে!

  আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে,

 

একটু আগে তুমি এসেছিলে,

 

তোমার মিষ্টি হাসি এখনও যেন দেয়ালে,

 

 প্রতিধ্বনিত হয়ে ফিরছে!

 

 

মায়াজালের খেলা যেন এক, ভুবনে ভুবনে,

 

বাইরে বৃষ্টি মনের সুখে দিচ্ছিল সব ভিজিয়ে,

 

ভেতরে আমি তোমায় যাচ্ছিলাম ছুঁয়ে ছুঁয়ে,

 

 আরও একটু উষ্ণ আলিঙ্গনের আশা নিয়ে মনে।

 

 

সহস্র উষ্ণ চুম্বনে হল সিক্ত তোমার গাল, হাত, কপাল,

 

ঠোঁট হল সদ্য প্রস্ফুটিত গোলাপের মত টকটকে লাল! 

View kingofwords's Full Portfolio