উন্মত্ত পদ্মা

সময় যেমন অন্ধ জন্ম থেকেই,


পদ্মা নদীও তেমনই,


শুধু বয়েই চলে,


লুকিয়ে কত কিছু বুকের তলে।


 

এই পদ্মা কখনও আশীর্বাদ,


কখনও করে বরবাদ,


রত্নসম স্বপ্ন ওদের,


স্বপ্নই একমাত্র সম্বল যাদের।


 

বোবা পদ্মা চন্দ্র-সূর্যের টানে গর্জে ওঠে যখন,


দু পার জুড়ে ভয়ের মেলা বসে তখন!

 

View kingofwords's Full Portfolio