জনৈক বুদ্ধিজীবী এবং এক কৃষকের কথোপকথন!

বুদ্ধিজীবীঃ প্লীজ আপনি ক্ষেতে কীটনাশক দেবেন না,


কৃষকঃ না দিলে তো পোকায় সব খাইয়া ফালাইব, জানেন না?


বুদ্ধিজীবীঃ এটা অন্যায়, এটা করবেন না,


কৃষকঃ অন্যায়! কি কন এইগুলা! কিচ্ছু বুঝিনা!


 

 বুদ্ধিজীবীঃ আপনি মানুষকে বিষ খাওয়াচ্ছেন,


কৃষকঃ হে, হে, হে, কি যে কইতাছেন?


বুদ্ধিজীবীঃ পোকাদেরও খাওয়ার আছে অধিকার, তারা বাঁচবে কি খেয়ে?   


              কৃষকঃ হেইডা আমি জানি না, আমার পরিবারের চিন্তা আগে।                  


 

বুদ্ধিজীবীঃ তোমার সন্তানরা কি একই বিষাক্ত সবজি খায় না?


কৃষকঃ না।