দিনের শেষে

দিনের শেষে যেমন ফেরে,


পাখিরা নীড়ে,


চাঁদ আসে সূর্যের বিদায়কালে যেমন,


সেই আমি আসি বারেবারে তোমার কাছে তেমন।


 

সূর্যের আলো থাকে যেমন মাখা দিনের গায়ে,


আনন্দে যেমন আলতা হাসে তোমার পায়ে,


ফুলের সুবাস যেমন ফুলকে ছেড়ে যায় না কভু,


যদিও দূরে আমি, আমার মন থাকে তোমার মাঝে পড়ে তবু।


 

মেঘের সাথে বৃষ্টির সম্পর্ক যেমন,


তোমার মাঝে পাই খুঁজে আমার অস্তিত্ব তেমন।

View kingofwords's Full Portfolio