তোমাকেই বলছি বঙ্গবন্ধু

তোমাকেই বলছি বঙ্গবন্ধু, মহাকালের বুকে রাখতে পদচিহ্ন,


এসেছিলে তুমি ধূমকেতু হয়ে অনন্য,


বাংলাদেশ পেয়েছে পতাকা তোমার আপসহীন হাত ধরেই,


বাংলাদেশ আজ স্বাধীন উড়ন্ত পাখির মত তাই।


 

মরেও অমর তুমি, শত কোটি হৃদয় স্থায়ী ঠিকানা তোমার,


বেসেছিলে ভালো এ দেশকে যেমন করে, পারবে কি কেউ কভু আর?  


তুমি আলোর আলো, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিমূর্তি,


জানে তা সবে- উদার আকাশ, চঞ্চল বাতাস, এ দয়াময়ী সবুজ প্রকৃতি।


 

তোমাকেই বলছি বঙ্গবন্ধু, তুমি ছিলে, আছো, রবে সগৌরবে অনন্তকাল জুড়ে,


জ্বলবে তোমার নাম উজ্জ্বল নক্ষত্রের মত আজ হতে সহস্র বর্ষ পরে।  

View kingofwords's Full Portfolio