ইটভাটার শ্রমিক

ইটের ভার আর আগুনের তাপের মত,  


সূর্যের তেজ হয় সাথী তাদের প্রতিনিয়ত,


বাঘের তাড়া খাওয়া হরিণের মত গলা,


শুকিয়ে কাঠ হয় প্রতিবেলা।


 

 সাবধানে ইট বয়ে নিয়ে,


বানায় ছোট টিলা তা দিয়ে,


ইট যেন তাদের জীবনেরই আরেক নাম,


পক্ষাঘাতগ্রস্ত রোগীর মত নিচ্ছে বয়ে অবিরাম।


 

এই ইট একদা নেবে রূপ দালানে,


কিন্তু বয়না পরিবর্তনের হাওয়া শ্রমিকদের জীবনে।

View kingofwords's Full Portfolio