বন্যা

বৃষ্টি এবং বন্যা যেন পিঠাপিঠি ভাইবোন,


নামলে বৃষ্টি অঝরে বন্যাও দেয় দেখা তখন,


যেথায় দু চোখ যায় শুধু পানি আর পানি,


মানুষ করে চেষ্টা শত এড়াতে মৃত্যুর হাতছানি।


 

তবুও পানির শক্তির কাছে হয় পরাস্ত,


ভাসে মানুষ তৃণ লতার মত, গরু-বাছুর সমস্ত,


সবার মনে তখন আল্লাহ্‌র নাম আসে ফিরে ফিরে,


ঈদে ঘরমুখো মানুষের মত রয় অপেক্ষায় ফেরার তরে ঘরহীন ঘরে!   


 

তবুও মানুষ হয় জয়ী অবশেষে,


নতুন বার্তা নিয়ে নতুন ভোর আসে।

View kingofwords's Full Portfolio