রাস্তার পাশে মানুষের জটলা

গম্ভীর দার্শনিকের মত আকাশপানে চেয়ে যাচ্ছিলাম চড়ে রিক্সায়,


পাগলা হাওয়া খাচ্ছিল চুমু আমায়,   


সহসা দু চোখ ব্যাটারিবিহীন পুতুলের মত,


স্তব্ধ হয়ে রাস্তার ধারের ভিড়ের মধ্যে হল পতিত।


 

মানুষের জটলা যেন ক্ষেত শস্যের,


রাগে পাকা মরিচের মত লাল চোখমুখ সবার,


কি হয়েছে তা বুঝার আগেই,


আকাশ কাঁপিয়ে সিংহের মত দিল হুংকার সকলেই।


 

যেন শস্যের ক্ষেত উঠল নেচে বাতাসের স্পর্শে,


বোকার মত তাকিয়ে রইলাম আর রিকশাওয়ালা ঘাম মুছল বসে।   

View kingofwords's Full Portfolio