বাংলা ভাষায় চন্দ্রবিন্দুর প্রয়োজনীয়তা আছে কি?

পাঁচ’ বলার সময় হলে,

  

কেউ কি চন্দ্রবিন্দুর সাহায্য নেয় আসলে?

 

আমাদের মাঝে কজন এমন আছেন,

 

যারা নাকের সহায়তা নিয়ে ‘কাঁচা’ বলেন?

 

 

এমনকি টিভিতে যারা খবর পড়েন,

 

কিংবা যারা গান গান বা কবিতা আবৃত্তি করেন,

 

প্রায়ই তারা চন্দ্রবিন্দুর অস্তিত্ব যান ভুলে,

 

জনতা যখন করে না এর ব্যবহার, কি হয় তা না থাকলে?



কিছু বর্ণ হয়েছে বিলীন কালের গর্ভে,


চন্দ্রবিন্দুও করবে প্রস্থান একদিন, কিন্তু কবে?

View kingofwords's Full Portfolio