নিস্পাপ পথশিশুরা

জন্মের পর থেকেই হয় শুরু সংগ্রাম,


পথশিশুদের যা চলে মৃত্যু পর্যন্ত অবিরাম,


 ভাগ্যবানেরা পায় পিতা মাতার ছায়া,


বেশীরভাগের জন্যে থাকে না পরিবারের মায়া।


 

কভু অনাহারে ঘুমায় রাস্তার ধারে,


কভু পরিত্যক্ত পাইপের ভিতরে,


খাবার খায় ডাস্টবিন হতে কুড়িয়ে,


দেখে তা সভ্য সকলে তবু দেয়না সাহায্যের হাত বাড়িয়ে!


 

তিক্ত বাস্তবতার বিরুদ্ধেই যেন যুদ্ধ তাদের প্রত্যহ,


ভবিষ্যৎ এক মরীচিকা যেথায় পায়না ঠাই তাদের কেহ।        

View kingofwords's Full Portfolio