মোমের আলোয় তোমায় দেখি

এর চেয়ে রোম্যান্টিক আর কিছু হতে পারে কি,


মোমের আলোয় যখন তোমায় দেখি?


মনেহয় যেন সময় ক্লান্ত হয়ে গেছে থেমে,


তোমার আমার মনের টানে, তোমার আমার প্রেমে।


 

দখিনা বায়ু হিংসায় জ্বলে,


মোমের আলোর টুঁটি চেপে ধরবে বলে,


আসে তেরে উন্মাদের মত করে,


কাঁঠালের আঠার মত একগুঁয়ে, বারবার আসে ফিরে।


 

বাহিরে আঁধার ঘন কালো চাঁদর পরে বসা,


মনে তার আলোর মৃত্যুতে ঘরে প্রবেশের তীব্র আশা।