লেবু

হাঁটতে হাঁটতে যেন আজ সে দিগন্ত ছোঁবে,


পদধ্বনি নেই থেমে,


যেন এক অনাবিষ্কৃত ঝরনা অবিরাম বয়ে চলা নীরবে,


পড়ল আছড়ে হাঁপিয়ে হুট করে, মাতাল ঢেউ যেমন সৈকতে নামে।  


 

বসে প্রকৃতির গালিচায়,


শুনে পাখীর রোম্যান্টিক গান মন হয় প্রশান্ত,


এলিয়ে দিয়ে গাঁ সতর্ক ময়ূরের মত এদিক ওদিক চোখ বুলায়,


থাকলে নাগালে কোনও ফল, ঠিকই পেড়ে আনত।


 

ভাবে, অদূরে পাতাদের উশৃঙ্খল মিছিলের মাঝে কি ওটা?

 

কৌতূহল যায় নিয়ে তাকে টেনে, লেবুর ডগায় দেখে স্তন বোটা!

View kingofwords's Full Portfolio