ঝড়

গতরাতে প্রকৃতি মা ছিল উন্মাদ,


প্রচণ্ড ক্ষোভে নিশ্চিহ্ন করতে ছিল ব্যস্ত,


ঘরবাড়ি, আশপাশ, সবকিছু,


অভাবীদের ভয়ার্ত হৃদয়ের মত কাঁপছিল ভগ্ন ঘরের ছাদ।


 

চারিদিকে যেথা যায় চোখজোড়া,


পানি আর পানি,


এ যেন এক অকস্মাৎ সমুদ্রের জন্ম হল,


ফুলের মত কোমল শিশুদের চোখে বর্ষার অঝোর ধারা।


 

গাছের পাতাগুলো উড়ে গেল ভূত দেখা পথিকের মত,


তবুও মানেনা হার সৃষ্টির সেরা জীব, জাগে জয়ে, করেনা মাথা নত।

View kingofwords's Full Portfolio
tags: