তুমি

তোমার জন্যই এত আয়োজন,


এতোসব পঙক্তির মেলা,


ভাঙ্গতে রাজী শৃঙ্খল আজি, হয় যদি প্রয়োজন,


তুমি আছো তাই কাব্য উঁকি দেয় মনে, ভাসায় স্বপ্নের ভেলা।


 

দিগন্তে সূর্যের ডুব দেয়া লাগে স্বর্গীয়,


থাকো যদি মোর পাশে ছায়ার মত,


হাতে রেখে হাত, হে মোর প্রিয়!


বয় মনে মোর প্রেমের জোয়ার, নাচে ঢেউ শত শত।


 

তুমিই আমার বাঁশির সুর, দূর আকাশের তারা,


পাড়ে সদা ভিড়াও মোরে, হইনা দিশেহারা।   

View kingofwords's Full Portfolio