ইচ্ছে-জোয়ারে ভেসে চলা

ইচ্ছে যেন এক মস্ত ঘুড়ি,


করে যা ইচ্ছে তাই,


 ওয়াল্টার মরেলের মত,


মনের গহীন অরণ্যে তার বাড়ি।


 

কভু কম্পাসের মত নেয় আলোর পথে,


কভু কালো বিষাদ অন্ধকারময়তায়,


বাসানিওর মত বন্ধুকে আনে কাছে,


আবার বাঁধে বন্ধুত্বের বন্ধনে, ইয়াগোর মত শত্রুর সাথে।


 

ইচ্ছে এক জোয়ার যেন, এক ঝড় অবাধ্য,


এর নিয়ন্ত্রণ মোদের হাতে, নাকি এটাই তা করে, বোঝে কার সাধ্য!

View kingofwords's Full Portfolio