কিছু দুঃখ দাও মোরে

 ঘন মেঘের কাল চাদর,

  

মনের নীল আকাশে জড়িয়ে ধরে,

  

চলেছ মহাকালের দিকে পিছু ফেলে নিষ্ঠুর প্রহর,

 

দাওনা কিছু দুঃখ মোরে, তোমার পাহাড়সম কষ্ট লাঘবের তরে।

 

 

ধার চাইনা দুঃখ তোমার,

 

প্রকৃতি যেমন দেয় মানবতারে,

 

সভ্যতার ক্যানভাসে দিয়েছিল আলোর আঁচড় হোমার,

 

 নিস্পাপ শিশুর গালে সূর্যালোকের চুমুর মত করে।


 

নয় মুঠো এক, দাও দুঃখ দুহাত ভরে,

 

মন আমার সাগর এক, দুঃখের ঢল কি তা ডুবাতে পারে?

 

 

View kingofwords's Full Portfolio