কবির আক্ষেপ

লোকে বলে কবিরা নাকি একটু অগোছালো হয়,


কথাটি একেবারে মিথ্যে নয়,


তবুও কেন জানি কবির হৃদয়ে অদৃশ্য কষ্ট ক্ষরণ হয়,


কবি ভাবে, তাঁর লেখা কবিতাগুলো কি চমৎকারভাবে সাজানো নয়?


 

তবে কেন লোকে বলবে কবি অগোছালো?


প্রকৃতি কি খুব পরিপাটি, নয় এলোমেলো?


আসলে মানুষকে মুগ্ধ করার ক্ষমতা যে কবির আছে,


বাহ্যিক সাজানো গোছানো ছেঁড়া কাগজের মতই তুচ্ছ তাঁর কাছে।


 

ভিঞ্চির কালজয়ী সৃষ্টি মোনালিসার মত কবি মুচকি হাসে,

 

 যখন কেউ বলে- কবিরা নাকি বারবার প্রেমে পড়ে, ভালোবাসে!

View kingofwords's Full Portfolio