ঋণ

জর্জরিত ছিলাম এতদিন,


বোঝা হয়ে ছিল ঋণ,


বুড়ো নাবিকের ঘাড়ে এলবাট্রসের মত,


মনকে খাচ্ছিল কুড়ে কুড়ে গুবরে পোকার মত অবিরত।


 

এখন আমি ঝড়ের পরের নীরবতায় করি বসবাস,


এখন আমার নেই কোনও কণ্টকময় দীর্ঘশ্বাস,


এখন আমার প্রাণ খুলে হাসার দিন,


 শোধ হয়ে গেছে ছিল যত ঋণ।


 

মাথাব্যথা হল ঋণের আরেক নাম,

 

আল্লাহ্‌র রহমতে অবশেষে ঋণমুক্ত হলাম!

View kingofwords's Full Portfolio
tags: