পানি

পানি মানবদেহের মত ধ্বংস হয় না,


পানি গাছের মত মরে না,


পানি আকাশের মতই চির নতুন,


পানি আছে বলেই এত সুফলা এই মায়ার ভুবন।


 

যদি এমন হত,


একটি নির্দিষ্ট সময় পরে পানি মারা যেত!


যদি জীর্ণ দেয়াল গুড়োর মত পড়ত খসে আকাশ!


যদি বইতে বইতে অবশ্রান্ত হত বাতাস!


 

 পানির কথা বলতে গেলে,

 

প্রকৃতি মায়ের অন্যান্য মূল্যবান রত্নের কথা আসে চলে,


আসবেই বা না কেন?


আমরা যারা পৃথিবীর বাসিন্দা, আমরা সবাই আশীর্বাদপুষ্ট যেন!


 

পানির অপর নাম জীবন,


যদি তা বিশুদ্ধ হয় তখন,


পৃথিবীর তিন ভাগ জুড়ে বসবাস যার,


সম্ভব কি বেঁচে থাকা বন্ধুত্ব ছাড়া তার?    


 

কি অসাধারণ শিল্পী এ জগতের স্রষ্টা!


কি অপূর্ব, কি নিখুঁত কারুকার্যময়তা!


কি অদ্ভুত নিয়মের মধ্যে বাধা এ জগত সংসার!

 

কি অলৌকিকতার আশ্চর্য সমাহার!

View kingofwords's Full Portfolio
tags: