অদ্ভুত সমাজের অংশ মোরা!

সমাজের এ কেমন চেহারা!


অদ্ভুত সমাজের অংশ মোরা!


একজনের বদনামে অন্যের সুখ মেলে,


একজন সফল হলে অন্যের গা আগুনের মত জ্বলে!


 

নিজের নাক কেটে অন্যের যাত্রা করে ভঙ্গ আজ!


পরশ্রীকাতরতায় নেই কারো লাজ,


অন্যের সমালোচনায় মেলে স্বর্গীয় সুখ,


প্রতিবেশীর সম্পত্তিলাভে কারো হিংসায় হয় জবার মত লাল মুখ!


 

সাহায্য করে যে তাকেই ঠকায় নিমিষে,


ভরে গেছে দেশ আজ অকৃতজ্ঞ আর অকৃতঘ্ন মানুষে,


মুখে বলে এক আর করে আরেক,


ভণ্ড যারা তারাই নাকি আজ দেশের বিবেক!


 

মন মানসিকতা না পালটালে,


যুগের সাথে তাল না মিলালে,


দেশ ও জাতি হবে উন্নত কেমনে?


হায়! এ সাধারণ সত্য সকলে জানে, কিন্তু কজনে মানে?


 

সত্যিকারের দেশপ্রেমিক যারা,


তারা আজ বন্যাদুর্গতদের মত দিশেহারা!


দেশ ও মানুষের তরে কোনও কল্যাণকর উদ্যোগ নিলে,

 

হিংসুটের দল দানবের মত এসে দেয় সব ডুবিয়ে জলে।

View kingofwords's Full Portfolio
tags: