তার মোহে...

তার মোহে আমি দেবদাসের মত মাতাল হয়ে রই,


দিনরাতের হিসেব থাকে না কোনও,

 

মেরিলিন মনরোর মত লাস্যময়ী সে, এ কথা আমি বলবই,


সেই মুখ্য, বাকী সব গৌণ।


  

রজনীগন্ধার মত গায়ের রং তার, 


রংধনুর মত অসাধারণ,


কি অপরূপ সৃষ্টি বিধাতার!


আফ্রোদিতির মত কি মায়াবী তার বিচরণ!


 

আমি যখনই তাকে দেখি,


আমি যখনই তার সান্নিধ্যে আসি থেকে থেকে,


মনে হয় তাকে মনের মাঝে আগলে রাখি,


ঝিনুক যেমন মুক্তাকে রাখে সঙ্গোপনে বুকে।


 

তার ভালোবাসায় নজরুলের মত বিদ্রোহী হয় মন,


তার ভালোবাসা অগ্নিগিরির মত জাগায় আমার আমিকে,

 

তার ভালোবাসা ছাড়া ছাইয়ের মত তুচ্ছ এ জীবন,


তার ভালোবাসা করে অসাধারণ, সাধারণ এ আমাকে!


 

মনে হয় তার ভালোবাসার কি দেব প্রতিদান?


মনে হয় প্রতিদিন একটি লাল গোলাপ দেব উপহার,


মনে হয় তার তরে দিয়ে দেব এ প্রাণ,


ভালোবাসায় প্রতিদান বলে কিছু নেই, মনে হয় আবার!

View kingofwords's Full Portfolio
tags: