দুশ্চিন্তা

নাছোড়বান্দা ভূতের মত চেপে বসেছে,


দুশ্চিন্তা আমার কাঁধের কাছে,


যত দূর দূর করে তাড়াতে চাই শেষে,


তত বেশী সে আমায় পেয়ে বসে।


 

আমার মগজের বারান্দায় দুশ্চিন্তা নিশ্চিন্তে হাঁটে,


এ এক বিশাল সমস্যা বটে,


দুশ্চিন্তা যেন এক বাজে ভাইরাস,


ঘুন পোকার মত ধীরে ধীরে করে সর্বনাশ!


 

দুশ্চিন্তা করতে করতে মাথা ব্যাথা হয় শুরু,


যে কিনা দুশ্চিন্তার নাটের গুরু!


মানুষকে কর্মহীন করাই দুশ্চিন্তার কাজ,


দুশ্চিন্তা যেন পরিস্কার শীতের সকালে সর্বনাশা বাজ!


 

দুশ্চিন্তা করতে না চাইলেও তা চলে আসে,


নির্লজ্জ কোনও আগন্তুকের মত মনের আকাশে,


ছোঁয়াচে রোগের মত এক থেকে অন্যতে যায় ছড়িয়ে,


মানুষের জীবন দেয় জাহান্নামের মত বিষিয়ে।


 

দুশ্চিন্তামুক্ত যারা,


স্বর্গ সুখ পায় তারা,


দুশ্চিন্তাকে কবর দেয়া এতো সহজ নয়,


যেথায় মানুষ, দুশ্চিন্তাও সেথায় চোরের মত ঘাপটি মেরে রয়!

View kingofwords's Full Portfolio