হে কৃষক, তোমায় সালাম!

এই কবিতাটি কৃষকদের জন্য,


করে চলেছে যারা মোদের ধন্য,


খেটে চলেছে দিনরাত যন্ত্রের মত,


মাথার ঘাম পায়ে ফেলে অবিরত।


    

যে ক্ষেত করে চাষ, সেটার মালিক সে নয়,


সূর্যের মত করে সে কাজ অবিরাম, অন্যে ধনী হয়,


হায়! এ কেমন আজব কারবার?


সভ্যতার বাহক যারা, পায় না তারা ন্যায় বিচার!


 

সূর্যের অহংকার ঢেঁকীতে ভানা চালের মত গুঁড়িয়ে দিয়ে,


বৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,


ঝড়ের রক্তচক্ষুকে ভয় না করে নিশ্চিন্তে,


মহামানবের মত সদা আগুয়ান কৃষক লাঙল ও কাস্তে হাতে।


 

অর্থনীতির চাকা ঘুরায় যারা,


সভ্যতার ফানুস উড়ায় যারা,


দেশের মেরুদণ্ডস্বরূপ যারা,


আজ ভীত পশুর মত কোণঠাসা, দিশেহারা তারা!

 

 

রতনে নাকি রতন চেনে,


কৃষক নামক রতন যে দেশ না চেনে,


সে দেশের মাথা পাহাড়ের মত উঁচু হবে কি করে? 

 

সে দেশ 'অবনতি' নামক ব্ল্যাকহোলের অভ্যন্তরে রইবে পড়ে!

View kingofwords's Full Portfolio