রমজান মোবারক!

মাহে রমজানের এসেছে ডাক,


ডাক সবে আল্লাহকে ডাক,


ফেরা মুখ সকল প্রকার গুনাহ হতে,


থাক মেতে তুই আল্লাহর ইবাদতে।


 

রমজান মানে ইবাদত,


রমজান মানে ফজিলত,


রমজানের সুফল পেতে হলে,


সকল প্রকার কাম-লালসা থাকতে হবে ভুলে।


 

রমজানে যে দেয় বাড়িয়ে হাত গরীবের তরে,


পায় নাজাত সে ইহকালের পরে,


গরীব দুঃখী সবাই করে একসাথে ইফতার,


দেখেন তা স্বয়ং আল্লাহ পরওয়ারদিগার।


 

মানবের তরে রমজান মাস এক অনন্য উপহার,


যাতে নিহিত আছে কল্যাণ সবার,


যে জন ইচ্ছে করে রোজা না রাখে,


জ্বলবে সে কাগজের মত দোজখে।


 

রমজানের গুণগান হবে না কভু শেষ,


এ এক অসাধারণ উপহার বিশেষ,


দাঁড়িয়ে মাহে রমজানের শীতল ছায়ার তলে,


তুলি যেন হাত মোরা দলে দলে।

View kingofwords's Full Portfolio