তুমি এমন ঘোর!

তুমি এমন ঘোর,


করছ বসত আমার মনের ভেতর,


মুক্তো যেমন থাকে ঝিনুকের মাঝে,


তেমন করে সকাল সাঁঝে।


 

সূর্যের যেমন লাগে একলা, চাঁদ বিহনে,


তোমায় ছাড়া আমি থাকি আমাতে কেমনে?


চাঁদ যেমন করে সিক্ত এ ধরাকে তার জোছনা দিয়ে,


মন আমার হয় ভালোবাসায় সিক্ত তেমন তোমায় পেয়ে।


 

বৃষ্টির পানি বাষ্প হয়ে যায় ফিরে,


ঘরে ফেরা ছেলের মত তার নিজ ঘরে,


আমার ভালোবাসাও যেন আসে ফিরে,


তোমার ভালোবাসাকে সাথে করে।


 

এই মেয়ে, বলছি আজ শোনো!


তোমার ধারণাই নেই কোনও,


ভালোবাসি কত তোমায় কি বলব আর!


সমুদ্রের চেয়েও গভীর প্রেম আমার!


 

আগলে রাখবো সদা তোমায়, করলাম ব্রত,


গ্রীক ড্রাগন কলকিয়ানের মত,


থাকে যেন দূরে যা কিছু আবর্জনার মত বাজে ও অনিষ্টকর,


রই যেন আমি শুধু তোমার বুকের ভেতর।

View kingofwords's Full Portfolio
tags: