প্রতিদিন তোমায় ভাবি

সেই কবে টেকটনিক প্লেটের মত গেছি দুজন সরে,


চিরতরে,


তবুও নাছোড়বান্দা মস্তিষ্ক প্রতিদিন করে তোমায় হাজি,


আমি তখন হই যারপরনাই অস্থির


 

সেই প্রথম ঠোঁটে চুমু খাওয়া,


সেই প্রথম স্পর্শে সীমাহীন আনন্দে প্রায় মূর্ছা যাওয়া,


সেই প্রথম মধুর মত মিলন,


সেই প্রথম সুখময় আলিঙ্গন!


 

সবই তাড়া করে ফেরে আমায়,


যেন আটকা পড়েছি আমি আমারই ছায়ায়,


সত্যি বলতে কি,


আজও কল্পনায় তোমার আপেলের মত চোখ দেখি


 

 তুমি দোষী না আমি তার হিসেব নাই বা করলাম,


শুধু একটি কথাই বলব- তোমায় খুব ভালোবাসতাম,


আমি আমার সব কিছু ফেলে তোমায় দিয়েছিলাম মন,


কিন্তু সেই সব শিশু সুলভ পাগলামো মনে হয় এখন


 

 কত সুন্দর ছিল জীবন মোদের!


ছবির মত সাজানো গোছানো সংসারের,


ছিলাম দুজনে স্থপতি মোরা,

 

কিন্তু হায়! স্বর্গীয় সুখ দিল না চিরতরে ধরা!

View kingofwords's Full Portfolio
tags: