তোমার চোখে কি পানি ছিল?

 তোমার চোখে কি পানি ছিল?


 যখন ঐ নিশ্চুপ আকাশে কালো মেঘ ছিল,


 আমি চিরতরে গিয়েছিলাম চলে,

 

তোমার কাছ থেকে বিদায় বলে।

 

 

তোমার চোখে কি পানি ছিল?


 বিদায় বলার কালে যখন আমার গলা কাঁপছিল,

 

যখন আঁখির কোণে জল,


 করছিল হীরার টুকরোর মত ছলছল।


 

তোমার চোখে কি পানি ছিল?


 যখন আমার কষ্টের তীব্রতা আরও বেড়ে গিয়েছিল,

 

তুমি আমায় থামতে বলোনি বলে,


 আমি দুঃখভারাক্রান্ত ভিখারির মত গেলাম চলে।


 

তোমার চোখে কি পানি ছিল?

 

আমি চলে যাবার পর অতীত স্মৃতি যবে কড়া নেড়েছিল,


 তোমার মনের জানালায়,

 

সেই দুঃসহ ভরা পূর্ণিমায়।

 

 

তোমার চোখে কি পানি ছিল?

 

যখন তোমার শুভানুধ্যায়ীরা জিজ্ঞেস করেছিল,

 

তোমার কাছে আমার কথা,

 

পেয়েছিল কি পাষাণ মন তোমার একটু ব্যথা?

 

View kingofwords's Full Portfolio