সুন্দর দেশ গড়ি

দেশে আইন কানুন থাকতে,


ধর্মের নামে সন্ত্রাসে লিপ্ত হতে,


কাঁপে না কি বুক তাদের একটুও,


প্রকাশ্য দিবালোকে ঠাণ্ডা মাথায় করে খুনও!


 

পথচারীরা হয় সার্কাসের দর্শকের মত,


দাঁড়িয়ে তামাশা দেখায় থাকে ব্যস্ত,


কেউ বা মরুভূমিতে উটের মত দেখেও দেখে না,


চোরের মত যায় সরে, আর ফিরেও তাকায় না!


 

কে মরল কে বাঁচল মানুষের আসে যায় না কিছু তাতে,


যে যার কাজে ব্যস্ত সবে, মানবতা গুমরে মরে প্রতি মুহূর্তে,


আইন আছে ঠিকই দেশে, আইনের শাসন নেই,


লুটপাটের প্রতিযোগিতায় নেমেছে যেন আজ সবেই।


 

দেশপ্রেমের নামে বাজাচ্ছে দেশের বারোটা,


দেশ গোল্লায় গেলেও নিচ্ছে ওরা গুছিয়ে নিজের আখেরটা!


সাধারণ মানুষও সমান দোষী,


অন্যায় দেখেও প্রতিবাদ না করাটা খারাপ বেশী।


 

যখন কেউ আক্ষেপের সুরে বলে এ দেশটার কিছুই হবে না,


তখন বলি আমি- হতাশ হলে চলবে না,


সুন্দর দেশটাকে তুলব সবে আরও সুন্দর করে গড়ে,


বিশ্বের মানচিত্রে যেন রয় তার নাম অম্লান, যুগ যুগ ধরে।

 

View kingofwords's Full Portfolio