তারা

  যদিও রাতের আঁধার মুছে দিয়ে সূর্য আসে,

  

তবুও রাতের তারারা কিন্তু ঠিকই আকাশে ভাসে,

 

  জোনাকির আলোর মত মিটিমিটি করে জ্বলে,

 

 রাতে চাঁদ রাজকুমারীর মত সৌন্দর্য ছড়াতে এলে!

 

 

কত তারাদের যে আকাশ দিয়েছে বুকে ঠাই,

 

 তার কোনও হিসেব বা ইয়ত্তা নাই,

 

  জ্বলেই চলেছে তারা প্রতি রাতে,

 

 যেন নৈশ প্রহরীদের মত দিচ্ছে পাহারা ঐ আকাশটাতে!

 

 

 কত কবি সাহিত্যিকের কলম হতে,

 

  ঝরনার মত পড়েছে তারাদের বন্দনা ঝরে দিনে রাতে! 

  

কত অগুনতি প্রেমিক প্রেমিকাদের মনের কথামালা,

 

  রয়েছে জমা তারাদের মনে, যে তালা কভু যায় না খোলা!

 

 

তারাদের শুরু আছে, আছে শেষ,

  

তবে হীরের টুকরোর মত জ্বলতে জ্বলতেই হয় নিঃশেষ,

 

  বিশ্বপ্রেমিকের মত যায় নিজেদের বিলিয়ে তারা মানবতার তরে,

  

 আকাশ অহংকারে যায় বেলুনের মত ফুলে তারাদের পেয়ে তার মাঝারে!

 

 

ভাবি আমি কবির মত কভু আনমনে,

 

 কি হত সেই ক্ষণে,

   

সকল তারারা যখন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে,

 

দিত কয়েকদিনের তরে নিজেদের আলো নিভিয়ে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

View kingofwords's Full Portfolio