আকাশ

আকাশ নীল কেন? ভাবতাম ছোটবেলায়,


বসে একাকী নিরালায়,


যেন কেউ বিশাল এক উড়ন্ত দেয়ালকে,


দিয়েছে লেপটে নীল রঙে শখে!


 

অলস, উদার আকাশ,


পাখীর নিরাপদ নিবাস,


আকাশ না থাকলে কি হত?


পাখীরা কি উড়তে পারত?


 

একই আকাশে ভাসে,


ধুসার শুভ্র মেঘ উল্লাসে,


চন্দ্র আর সূর্য আসে পালা করে,


একজন রাতের বার্তা নিয়ে, আরেকজন ভোরে।


 

রয়েছে আকাশ বিরাজমান দিনের পর দিন,


তবুও ঘরের দেয়ালের মত হয় না রং তার কভু মলিন!


রাতের আকাশে দিনে লুকিয়ে থাকা তারা ওঠে প্রদীপের মত জ্বলে,


যেন চাঁদ আর তারারা এক অনিন্দ্য আলোর খেলা খেলে!


 

যেন তারারা চাঁদের সাথে প্রতিযোগিতা করে,


কার আলো বেশী, এটাকে কেন্দ্র করে!


কিন্তু লাখ লাখ তারাদের ভিড়ে,


একলা চাঁদ যেন অসংখ্য স্বর্ণালঙ্কারের মাঝে একটি দামী হীরে!

View kingofwords's Full Portfolio