চাঁদের সাথে কথা

  চাঁদের সাথে কথা বলেছি অনেক,

 

 ছিলে না যখন তুমি মোর পাশে দিন কয়েক,

 

হেসেছি কভু, কেঁদেছি আনমনে,

 

 কারণে অকারণে।

 

 

মনে মনে ঈশ্বরের কাছে করেছি প্রার্থনা,

 

হয় যাতে দেখা তোমার সনে, এ ছিল মোর বাসনা,

 

 শান্তনা দিয়েছি নিজেকে প্রায়ই,

 

 এই বলে যে অপেক্ষার পালা একদিন শেষ হবেই

 

 

একরাতে চাঁদ দেয়নি দেখা মোরে,

 

রইলাম মুখ অন্ধকার করে,

 

 ভীষণ রাগ হচ্ছিল ঐ মেঘের ভেলার উপর,

 

বলছিলাম বারেবারে সর, সর!

 

 

কিন্তু হায়! কে শোনে কার কথা,

 

 বুঝল না ঐ নিষ্ঠুর মেঘ আমার মনের ব্যাথা,

 

 আমি চাতক পাখীর মত অপেক্ষা করতে করতে,

 

 রইলাম প্যাঁচার মত জেগে সেই অলুক্ষুনে রাতে!

 

 

চাঁদ মানেই তো তুমি,

 

 এটা মনেপ্রাণে বিশ্বাস করি আমি,

 

 চাঁদের সাথে কথা বলা,

 

 মানে তোমার সাথেই কথা বলা।

 

 

 

 

View kingofwords's Full Portfolio