মিথ্যা

একসময় মনে হত যাকে সত্যের আরেক নাম,


গর্বের সাথে অন্যের কাছে যার সত্যবাদিতার দৃষ্টান্ত দিতাম,


তাকে আজ লাগে বড় অচেনা,


সেই পূর্বের তাকে আর খুঁজে পাই না।


 

মিথ্যা নামক ভাইরাস বেঁধেছে বাসা তার মনে,


মাকড়সার জালের মত গোপনে!


ভেবেছিলাম দুনিয়াতে সেই আমার একমাত্র আপনজন,


বুঝতেই পারলাম না সাজানো স্বপ্ন কাঁচের মত ভাঙল কখন!


 

অনেক পরে হলেও শিখেছি একটি মূল্যবান বিষয়,


মানুষের উপর অতি বিশ্বাস ভালো না নিশ্চয়,


বিশ্বাসের দালান হয় দৃঢ় যত,


ভাঙলে কেউ তা বাড়ে কষ্ট তত।

 

 

ভাবি আমি কখনও কখনও,


আমার চিন্তায় নেই তো ভুল কোনও!


এমনও তো হতে পারে,


ভুল করছে বাস আমার মনের ঘরে!


 

কিন্তু আমার মন আমাকে দেয়নি ধোঁকা কভু একেবারে,  


যখনই মনে হয়েছে যা, ফলেছে তা হাড়ে হাড়ে,


তার এত কাছে যাবার পরে,


কেমনে যাই দূরে সরে হঠাৎ করে?

View kingofwords's Full Portfolio