যত দেখি তত লাগে ভালো

সে যেন অন্ধকারে আশার আলো,


যত দেখি তত লাগে ভালো,


সৌন্দর্যের আরেক নাম সে,


শিশুর মত মুগ্ধ হই যখন সে ক্লিওপেট্রার মত হাসে।


 

পড়েছি তার প্রেমে বহু আগে,


ভালোবাসি বলব বলব করেও বলিনি, দ্বিধা জাগে,


তবে বলব একদিন করেছি পণ,


চোরের মত করেছে সে চুরি আমার মন।


 

সে যদি আমার হয় তবে পৃথিবী পাবো হাতে,


দেব পারি বাধার পাহাড় যত, একসাথে।

 

View kingofwords's Full Portfolio