বিশ্বাসে মেলায় বস্তু...

বিশ্বাসে মেলায় বস্তু,


কথাটা নয় মিথ্যে কিন্তু,


বিশ্বাসের বীজ আছে যার মনে,


রয় না সে পড়ে কভু পেছনে।


  

রূহানী আলোয় হয়ে বলীয়ান,


হয় সে বীরের মত আগুয়ান,


কার সাধ্য ঠেকায় তারে,


জ্বালে সে সত্যের মশাল তিমির আঁধারে।


 

বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর,


বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।

View kingofwords's Full Portfolio