চেনা তারে যেন অচেনা লাগে!

চেনা তারে যেন অচেনা লাগে,


তবুও মন যায় ছুটে বিদ্যুতের বেগে,


তারই পাণে,


প্রতি ক্ষণে।


 

তার নেশায় থাকি বুঁদ হয়ে,


তার না থাকা যায় আমায় নিয়ে,


দূর থেকে দূরে,


স্মৃতির মায়াবী ঘোরে।


 

তারে স্পর্শের তরে, তারে চুম্বনের তরে,


যাই বারে বারে তার কাছে ফিরে।

View kingofwords's Full Portfolio