স্বীকৃতি

স্বীকৃতি মানে শুধু পুরস্কার পাওয়া নয়,


যদি কেউ কবিকে কবি বলে সম্বোধন করা হয়,


সেটাই বা কম কিসে? এটাও স্বীকৃতির আরেক ধরণ,


পান যিনি তা, জানেন তিনি এর কত প্রয়োজন!


 

একজন লেখকের সবচেয়ে বড় পুরস্কার সেথায়,


যখন পাঠকরা লেখা পড়েন, লেখক ভাসেন অনুপ্রেরনায়,


একজন লেখক নিজের আনন্দের জন্য লিখতে গিয়ে,


মনের অগোচরে সমাজ সেবা যান করে মুক্তোর মত শব্দ দিয়ে।


 

জয়তু হে লেখক! পড়ুক ঝরে বৃষ্টির মত শব্দ তব কলম হতে,


দিন ছড়িয়ে জ্ঞানের আলো জনে জনে প্রতি মুহূর্তে!

View kingofwords's Full Portfolio