করি তব সৌন্দর্যের বন্দনা

 তুমি কি খুব খুশী হবে?

 

যদি কিছু কবিতা লিখি আমি কাক ডাকা ভোরে,

 

যেথায় তোমার অপূর্ব সৌন্দর্যের বর্ণনা রবে,


 জীবনানন্দ দাশ করেছেন সুন্দরের বন্দনা যেমন করে।


 

হয়তো আমি এতোটা সার্থক হব না,

 

রোম্যান্টিক কবিদের মত,


 তবুও চেষ্টায় কোনও দোষ দেখি না,

 

গুণগানে তোমার হব নিজে ধন্য অন্তত।


 

আমার পঙক্তিতে যদি তুমি বেঁচে রও,

 

তবে জানবে সবে তুমি আমার, আর কারো নও।

 

View kingofwords's Full Portfolio